বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বাগমারায় মনোনয়নপত্র জমা দিলেন আ’লীগের প্রার্থী এমপি এনামুল হক

SONALISOMOY.COM
নভেম্বর ২৭, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহী-৪ (বাগমারা) আসেন তৃতীয় বারের মতো আওয়ামীলীগ মনোনীত মহাজোট প্রার্থী সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার সকালে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম এর কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমাদেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জজ কোর্টের পিপি এ্যাড. ইব্রাহীম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, কৃষি বিষষক সম্পাদক কুমার প্রতীক দাশ রানা, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দিন মাষ্টার, আহসান হাবিব, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গোলাম সারোয়ার আবুল, যুগ্ম সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন সরুজ, সাংগঠনিক সম্পাদক মাষ্টার আবুল হোসেন প্রমুখ।

পরে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রম সম্পাদক মকবুল হোসেন, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম হেলাল, শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক মোল্লাহ এম আলতাফ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন, কার্যকরী কমিটির সদস্য আলী হাসান, লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, আক্তারুজ্জামান বুলবুল, শামসুল ইসলাম, হাতেম আলী, হাচেন আলী, বকুল খরাদী, আব্দুল বারী, ওমর আলী, আয়ুব আলী, আব্দুর রশিদ, লোকমান আলী, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহার আলী, আব্দুল হামিদ ফৌজদার, আনোয়ার হোসেন, আসলাম আলী আসকান, সরদার জান মোহাম্মদ, আব্দুল হাকিম প্রামানিক, আয়েন উদ্দীন, মকলেছুর রহমান দুলাল, জেলা পরিষদ সদস্য নারগীস বেগম, মাহমুদুর রহমান রেজা, জেলা আ’লীগের সদস্য জাহানারা বেগম, তাহেরপুর পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব, আ’লীগ নেতা আব্দুর রহমান, ইউসুফ আলী, আজাহার আলী, আমজাদ হোসেন মৃধা, আব্দুস সাত্তার, মানিক হোসেনে, জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর, সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক সোহাগ, যুবলীগ নেতা রেজাউল করিম রেজা, সানোয়ার হোসেন, উপাজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, যুবমহিলা লীগের শাহীনুর খাতুন, সম্পাদক পারভীন বেগম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সজল, আতাউর রহমান, নাদিরুজ্জামান মিলন, ইসমাইল হোসেন সান্টু, এনামুল হক, আতাউর রহমান, আব্দুর রউফ প্রমুখ। এসময় উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।