শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

স্বাধীনতার শক্তিকে কাজে লাগাতে হবে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে: এমপি এনামুল হক

SONALISOMOY.COM
নভেম্বর ২৮, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তাঁদের ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন। স্বাধীন দেশের ভিত্তি কেবল মুক্তিযোদ্ধাদেরই অবদান। মুক্তিযোদ্ধাদের কারনে পেয়েছি লাল সবুজের পতাকা।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যে ভাবে দেশের আপামর জনগণ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে পরাধিনতার হাত থেকে রক্ষা করেছে জাতি সেই কথা আজীবন স্মরণ রাখবে শ্রদ্ধাভরে।

বুধবার ২৮ নভেম্বর, সকালে উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথি আরো বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বাধীনতার স্বপক্ষের নির্বাচন। দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার নির্বাচন। এই নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভূমিকা অপরিসীম। তাঁরাই পারে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দেশকে যে ভাবে শত্রু মুক্ত করেছেন সেই ভাবে আবারও একতাবদ্ধ হয়ে নৌকার বিজয় ঘটাতে। তাহলে দেশের চলমান উন্নয়ন ধারা অব্যাহত থাকবে। প্রধান অতিথি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে সকল বীর মুক্তিযোদ্ধাদের আহ্বান জানান।

উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিয়োদ্ধা মতিউর রহমান টুকুর সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার। উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলী খাজা এম এ মজিদ, রফিকুল ইসলাম, আব্দুল হামিদ, আবুল কাশেম প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর সভার মেয়র অব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, উপজেলা আ’লীগের সদস্য লুৎফর রহমান, হাচেন আলী, রাজশাহী জেলা বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সোলাইমান আলী হিরু, জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার বীর মুক্তিযোদ্ধাগণ।