শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এ এইচ এম কামারুজ্জামানের কবর জিয়ারত করলেন এমপি এনামুল হক

SONALISOMOY.COM
ডিসেম্বর ৩, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীতে শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার কবর জিয়ারত করলেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। সোমবার বিকেলে জেলা উপজেলা আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়ে তাঁর কবরে গিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ এ.এইচ.এম.কামারুজ্জামান হেনা ছিলেন জাতীয় চার নেতার অন্যতম একজন।

শহীদ এ.এইচ.এম.কামারুজ্জামান হেনার কবরে পুষ্পস্তবক অর্জন শেষে সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। সেখান থেকে রাজশাহী সিটি কর্পোরেশনে গিয়ে দলীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে সিটি মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটনের সাথে মতবিনিময় সভা করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক কুমার প্রতীক দাশ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ গোলাম সারওয়ার আবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, রিয়াজ উদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রম সম্পাদক মকবুল হোসেন, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক মোল্লাহ এম আলতাফ হোসেন, কার্যকরী কমিটির সদস্য আলী হাসান, লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, আক্তারুজ্জামান বুলবুল, শামসুল ইসলাম, হাতেম আলী, হাচেন আলী, চেয়ারম্যান আজাহারুল হক, আনোয়ার হোসেন, আসলাম আলী আসকান, সরদার জান মোহাম্মদ, আব্দুল হাকিম প্রামানিক, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান, উপজেলা যুবলীগের সভাপতি আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর, যুবলীগের উপাজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ভবানীগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সজল, আব্দুর রউফ প্রমুখ।

এ সময় উপজেলা আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।