বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বাগমারায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ডিজিটাল শিক্ষা উপকরণাদী বিতরণ

SONALISOMOY.COM
জুন ২৩, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: “মান সম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা” ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহে ডিজিটাল শিক্ষা উপকরণাদী বিতরণ হয়েছে। শনিবার সকালে উপজেলা শিক্ষা অফিস উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৬৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ডিজিটাল শিক্ষা উপকরণাদীর মধ্যে মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং সাউন্ড সিস্টেম বিরতণ করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এ যুগে প্রাথমিক পর্যায় থেকে তথ্য প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে শিক্ষার্থীদের। তথ্য প্রযুক্তি ছাড়া বর্তমান সময়ে চলাফেরা অসম্ভব। ডিজিটাল বাংলাদেশ গড়তে এই উদ্যোগ নেয়া হয়েছে। ডিজিটাল শিক্ষা পদ্ধতির মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীরা অনেক বিষয় সম্পর্কে জ্ঞানার্জন করতে পারবে। মাল্টিমিডিয়া ব্যবহার করে না জানা বিভিন্ন প্রকার তথ্য ছবির পাশাপাশি সাউন্ড শুনে শিক্ষার্থীরা অল্প সময়েই মেধার বিকাশ ঘটাতে পারবে। এ বিষয়ে শিক্ষকদের জ্ঞান অর্জন করতে হবে। নিজের সন্তানের মতো সকল শিক্ষার্থীকে পাঠদান করাতে হবে। সকল শিক্ষার্থীকে সমান চোখে দেখতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার খলিলুর রহমানের স ালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, শিক্ষা অফিসার সিদ্দীকুর রহমান, শিক্ষাকদের মধ্যে বক্তব্য রাখেন মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার সরকার, কাঁঠালবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ভাইচ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।