শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বাগমারার বাসুপাড়া ইউনিয়নের গ্রামীণ সড়ক উদ্বোধন

SONALISOMOY.COM
আগস্ট ২১, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: বাগমারার পাইকপাড়া-সাঁইপাড়া সড়কের ত্রিমুখী রাস্তার সিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে রাস্তার নির্মাণ উদ্বোধনীতে এলাকাবাসীদের মধ্যে মিষ্টি মিষ্টান্ন বিতরণ করা হয়। দীর্ঘ দিন ধরে অবহেলিত দুই ইউনিয়নের একমাত্র সংযোগ সড়ক পাকা কাজ হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্থি ফিরে এসেছে।

জানা গেছে, স্থানীয় মন্ত্রণালয়ের অধীনে ওয়াল্ড ব্যাংকের যৌথ অর্থায়নে (এলজিএসপি) ইউনিয়ন পরিষদের সহায়তায় ইউনিয়ন পর্যায়ে রাস্তা নির্মাণের কাজ চলছে। দীর্ঘ দিন ধরে শুভডাঙ্গা ও বাসুপাড়া সীমানাবর্তি স্থল দুই ইউনিয়নের একমাত্র সংযোগ সড়ক হওয়া রাস্তাটির বেহালদশা ছিল।

এই ধারাবাহিকতায় উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া গ্রামের পাইকপাড়া-সাঁইপাড়া সড়কের ডিপটিউবেল ত্রিমুখী সড়ক থেকে সরদারপাড়া পর্যন্ত মেঠোপথ পাকাকরণে সিসি ঢালাইয়ের কাজ হাতে নেয়া হয়েছে। স্থানীয় চেয়ারম্যান আব্দুল জব্বার মন্ডল জানান, স্থানীয় মন্ত্রণালয়ের অধীনে ওয়াল্ড ব্যাংকের যৌথ অর্থায়নে (এলজিএসপি) ইউনিয়ন পরিষদের সহায়তায় এ সড়কে ৭ লক্ষ ৮৩ হাজার টাকা বরাদ্দে সাড়ে ৮শত ফিট সড়ক নির্মাণ করার সিদ্ধান্ত হয়।

এই উপলক্ষ্যে ঢালাই কাজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার মন্ডল, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন সরদার, ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, সদস্য শহিদুল ইসলাম, সদস্য আব্দুল মতিন, প্রধান শিক্ষক আনিছুর রহমান, মহিলা সদস্য পারুল বেগম ও ইউপি সচিব আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।