শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাগমারার মাড়িয়ায় ভোটের মাধ্যমে ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

SONALISOMOY.COM
নভেম্বর ৯, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ১০ নং মাড়িয়া ইউনিয়নে ১ নং ওয়ার্ডের ওয়ার্ড পর্যায়ে আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল। বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তৃণমূল পর্যায় থেকে আ’লীগকে সুসংগঠিত করতে এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার বিকেলে ওয়ার্ড আ’লীগের ত্রি-বাষিক সম্মেলন উপলক্ষে গাঙ্গোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের উদ্যোগে কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১ নম্বর ওয়ার্ডে একাধিক প্রার্থী হওয়ায় ভোটের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। ১ নম্বর ওয়ার্ডে বাঘ প্রতিক ২২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আলমগীর হোসেন। অপরদিকে হাতি প্রতিক নিয়ে আব্দুল জলিল ২২২ ভোট, হরিণ প্রতিক নিয়ে আসাদুল ইসলাম ৩১ ভোট এবং মোরগ প্রতিক নিয়ে আজাহার আলী পেয়েছে ৯০ ভোট। অপরদিকে চেয়ার প্রতিক ৩৮৬ ভোট পেয়ে ফেরদৌস আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী ছাতা প্রতিক নিয়ে আক্কাস আলী পেয়েছেন ১৫৭ ভোট। সভাপতি পদে নষ্ট হয়েছে ১৭টি এবং সাধারণ সম্পাদক পদের ৫০ টি ব্যালোট নষ্ট হয়েছে।

ইউনিয়ন আ’লীগের সভাপতি আসলাম আলী আসকানের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা আব্দুর রউফ এর পরিচালনায় ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন, মাড়িয়া ইউনিয়ন আ’লীগের দলীয় সম্মেলনে দায়িত্ব প্রাপ্ত আহ্বায়ক উপজেলা আ’লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য নারগীস বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামসুল হক, আ’লীগ নেতা হাবিবুর রহমান মটর, সাংসদের প্রেস সচিব জিল্লুর রহমান, ছাত্রলীগ নেতা নাইম আদনান, রায়হান প্রমুখ।

এ সময় ইউনিয়ন আ’লীগের কার্যকরী কমিটির সদস্য সহ প্রতিটি ওয়ার্ড আ’লীগ ও সহযোগি সংগঠনের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।