বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

বাগমারার মাড়িয়ায় শেষ হলো ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল

SONALISOMOY.COM
নভেম্বর ১৯, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ১০ নং মাড়িয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের মধ্যে দিয়ে শেষ হলো ওয়ার্ড পর্যায়ে আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল। বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তৃণমূল পর্যায় থেকে আ’লীগকে সুসংগঠিত করতে এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার বিকেলে ওয়ার্ড আ’লীগের ত্রি-বাষিক সম্মেলন উপলক্ষে সূর্য্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন আ’লীগের উদ্যোগে কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৬ নম্বর ওয়ার্ডে একাধিক প্রার্থী হওয়ায় সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। বাঘ প্রতিকে ৩৮৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল। তার নিকটতম প্রার্থী আকরামুল ইসলাম হাতি প্রতিকে পেয়েছে ৩১৮ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে চেয়ার প্রতিকে ৩৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবুল কাসেম। তার নিকটতম প্রার্থী মকছেদ আলী ছাতা প্রতিকে পেয়েছেন ৩৩৩ ভোট।

ইউনিয়ন আ’লীগের সভাপতি আসলাম আলী আসকানের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা আব্দুর রউফ এর পরিচালনায় ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন, মাড়িয়া ইউনিয়ন আ’লীগের দলীয় সম্মেলনে দায়িত্ব প্রাপ্ত আহ্বায়ক উপজেলা আ’লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক ফর হোসেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামসুল হক, আ’লীগ নেতা হাবিবুর রহমান মটর, মাস্টার জহুরুল ইসলাম, শাহারিয়া, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, আতিকুর রহমান আতিক প্রমুখ। এ সময় ইউনিয়ন আ’লীগের কার্যকরী কমিটির সদস্য সহ প্রতিটি ওয়ার্ড আ’লীগ ও সহযোগি সংগঠনের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।