শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাগমারায় জেএসসিতে উম্মে ওয়াহিদার জিপিএ-৫ অর্জন

SONALISOMOY.COM
ডিসেম্বর ৩১, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: মঙ্গলবার প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে উম্মে ওয়াহিদা সামিয়া (সোমা)। সোমা মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে এই সাফল্য অর্জন করেছে।

সোমা রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের বইকুরী গ্রামের ওসমান গনির মেয়ে। মা সামসুন নাহার। পিতা মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর মা নারায়নপাড়া কারিগরি (ভোকঃ) স্কুলের ইন্সট্রাক্টটর (কম্পিউটার)।

সোমা জানায়, তার এই সাফল্যের পেছনে মা-বাবা সহ প্রতিষ্ঠানের শিক্ষকদের অনুপ্রেরণা রয়েছে। তাঁদের কারণেই জিপিএ-৫ পাওয়া সম্ভব হয়েছে বলে জানায়। ভালো ভাবে লেখাপড়া শেষ করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে পারে সে জন্য সকলের দোয়া কামনা করেছেন।

সোমা এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতেও জিপিএ-৫ অর্জণ করেছিলেন।