মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

বাগমারায় দুর্বৃত্তদের দেয়া আগুনে মকছেদের পান বরজ পুড়ে ভষ্মিভূত

SONALISOMOY.COM
এপ্রিল ৩০, ২০২১
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় দুর্বৃত্তদের দেয়া আগুনে মকছেদ আলী নামের এক কৃষকের পান বরজ পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। ঘটনাটি উপজেলার গনিপুর ইউনিয়নের বাসুবোয়ালিয়া গ্রামে। মকছেদ আলী নামের ওই কৃষকের পান বরজে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ বৃহস্পতিবার দিবাগত রাতে পান বরজে আগুণ লাগিয়ে দেয়। এতে করে মকছেদ আলী ১ বিঘা জমিতে থাকা পানের বরজ পুড়ে শেষ হয়ে গেছে। আগুনে পান বরজ পুড়ে গিয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। আগুনে পানের পড় সহ বরজের সরঞ্জামাদী পুড়ে গেছে।

আগুনে যখন পান বরজ পুড়ছিল সেই সময় গ্রামের কয়েকজন লোক দেখতে পাই পরে তারা পান বরজের মালিক মকছেদ আলীকে খবর দেয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নিয়ন্ত্রনে আনা হলেও ক্ষতি যা হওয়ার সেটা আর বাকি থাকেনি।

এ ঘটনায় পানবরজের মালিক মকছেদ আলী জানান, আমি একজন কৃষক মানুষ। পান বরজ দিয়েই আমার পরিবার চলে। আগুনে পান বরজ পুড়ার ঘটনায় থানা থেকে পুলিশ ফোন করেছিল। সঠিক ভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসে সেই দাবী জানাচ্ছি। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা পান বরজে আগুন দিয়েছে বলে জানান তিনি। আমাকে নিঃস্ব করার চেষ্টায় তারা পান বরজে আগুন দিয়ে ক্ষতি সাধন করেছে। আমি এর সঠিক বিচার চাই। এ ঘটনায় বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক মকছেদ আলী।