শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বাগমারায় মাস্ক না পরায় জরিমানা, করোনা মোকাবেলায় কঠোর হচ্ছে প্রশাসন

SONALISOMOY.COM
জুন ১০, ২০২১
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় সরকারী নির্দেশনা অমান্য করে মাস্ক বিহীন চলাচল করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ জনের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর ভবানীগঞ্জে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ। ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্ট নিউ মার্কেট এলাকা সহ গোডাউন মোড়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অমান্য করায় মোটরসাইকেল আরোহী সহ ৬জন ব্যক্তির নিকট থেকে ৭ হাজার ৬ শত ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

এদিকে করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি ও সরকারী সকল প্রকার নির্দেশনা মেনে চলার ব্যাপারে প্রচার-প্রচারণা চালান উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থবিধি মেনে চলার পাশাপাশি ও করোনা মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়াও উপজেলার ভবানীগঞ্জ সহ বিভিন্ন বাজারে দোকান-পাট বিকেল পাঁচটার মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়ে মাইকিং করা হয়েছে। আজ (১০ জুন) বিকেল ৫ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বিভিন্ন বাজারের দোকান বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে।

অভিযান কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ সাংবাদিকদের বলেন, সবাইকে নিজ থেকেই সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তিনি আরো বলেন, বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা এরই মধ্যে ব্যাপক হারে করোনার বিস্তার ঘটেছে। সবাই সচেতন না হলে করোনা সংক্রমণের হার ক্রমেই বেড়ে যাবে। তাই করোনা মোকাবেলায় প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।