শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মুসলিম ফুটবলারদের সামনে মদের বোতল রাখা হবে না

SONALISOMOY.COM
জুন ২৫, ২০২১
news-image

সোনালী সময় ডেস্ক: তার একটি পদক্ষেপই সব কিছু বদলে দিলো। অপরাজিত থেকে ইউরো কাপের নকআউটে ফ্রান্স। আর মাঠের বাইরেও জয় পেয়েছেন ফ্রান্সের মুসলিম ফুটবলার পল পগবা।

গেলো ১৫ জুন জার্মানির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন পল পগবা। এরপর কোচের সঙ্গে আসেন সংবাদ সম্মেলনে।

তার কোক ও পানির বোতলের সঙ্গে একটি বিয়ারেরও বোতল রাখা ছিল। সেটি সরিয়ে নিচে নামিয়ে দেন তিনি। মূলত নিজের ধর্মীয় বিশ্বাস থেকেই এ কাজটি করেছিলেন পগবা।

এবার ইউরো কাপের আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছেন, আগামীতে আর কোনো মুসলিম ফুটবলারদের সামনে বিয়ারের বোতল রাখা হবে না।

এ সিদ্ধান্তের ভিত্তিতেই পগবার আরেক মুসলিম সতীর্থ করিম বেনজেমার সামনে রাখা হয়নি কোনো বিয়ারের বোতল। গেলো বুধবার রাতে পর্তুগালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল ফ্রান্স।

ম্যাচটিতে জোড়া গোল করে স্টার অব দ্য ম্যাচ নির্বাচিত হন বেনজেমা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও আসেন তিনি। তার সামনে কোনো বিয়ারের বোতল রাখেননি আয়োজকরা।