শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বিয়ের একদিন পরেই সেই চেয়ারম্যানকে তালাক দিলেন কিশোরী

SONALISOMOY.COM
জুন ২৭, ২০২১
news-image

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল উপজেলায় অবশেষে কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা গ্রামের বাসিন্দা সালিশ বৈঠকে কিশোরীকে দেখে পছন্দ হওয়ায় তাৎক্ষণিক বিয়ে করা সেই চেয়ারম্যান শাহিন হাওলাদারকে (৬০) বিয়ের প্রথম দিনেই এবার তালাক দিয়ে বাবার বাড়ি ফিরে গেছেন সেই কিশোরী। শনিবার (২৬ জুন) রাতে তালাকের বিষয়টি কিশোরীর বাবা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা গ্রামের রমজান (২৫) নামের এক যুবকের সঙ্গে একই ইউনিয়নের চুনারপুল এলাকার সেই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্ক মেনে নিতে পারেননি কিশোরীর বাবা। বিষয়টি কনকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদারকে জানান তিনি।

চেয়ারম্যান শাহিন হাওলাদার শুক্রবার (২৫ জুন) ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠক ডাকেন। ওই বৈঠকে রমজান ও সেই কিশোরীর দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সালিস বৈঠকে মেয়ে দেখে পছন্দ হয়ে যাওয়ায় তাকে বিয়ের প্রস্তাব দেন চেয়ারম্যান শাহিন হাওলাদার। মেয়ের বাবা বিয়েতে সম্মতি প্রকাশ করলে ওই দিন বাদ জুমা চেয়ারম্যানের আয়লা বাজারস্থ বাসায় কাজী ডেকে এনে পাঁচ লাখ টাকা কাবিনে সেই কিশোরীকে বিয়ে করেন। চেয়ারম্যানের এটি দ্বিতীয় বিয়ে।

ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি গত ২১ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার স্ত্রী আছে। সেই সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলেকে বিয়েও দিয়েছেন।

স্থানীয়রা জানান, ওই কিশোরীর বয়স ১৫-১৬ বছর হবে। এটি চেয়ারম্যানের দ্বিতীয় বিয়ে। দুই সন্তানের জনক চেয়ারম্যান শাহিন হাওলাদারের বড় ছেলে বিয়ে করেছেন স্থানীয় বিএনপির সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের এক শ্যালিকাকে।