শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বাগমারায় লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশের টহল

SONALISOMOY.COM
জুলাই ৮, ২০২১
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমিত রোগী এবং মৃত্যু সংখ্যা। দিনের পর দিন থেকে জনসাধারণকে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাগমারা থানা পুলিশ। সরকারী নির্দেশনা উপেক্ষা করে জনগণ দিব্যি রাস্তায় বের হচ্ছিল।

করোনা সংক্রমন ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় দেশ ব্যাপি লকডাউন ঘোষণা করা হয়েছে। বাগমারা উপজেলায় লকডাউন কার্যকর করতে জেলা পুলিশের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার লকডাউন বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা সদর ভবানীগঞ্জ সহ সকল জনগুরুত্বপূর্ণ হাট-বাজারে টহল পরিচালনা করেন জেলা পুলিশ রাজশাহীর পক্ষ থেকে। করোনা সংক্রমন রোধে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) ইমরান জাকারিয়া, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, সেকেন্ড অফিসার এসআই রিপন কুমার প্রমুখ।