বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

রুহেলের কাছ থেকে আ.লীগ সভাপতি শেখ হাসিনা প্রদত্ত চিঠি নিলেন মীরসরাই আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা

SONALISOMOY.COM
অক্টোবর ১৬, ২০২১
news-image

আগামী ১১ নভেম্বর মীরসরাইতে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীদের তালিকা ইতোমধ্যে চুড়ান্ত হয়েছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মাঝে বিগত মঙ্গলবার রাতে জনসমক্ষে আসে এই তালিকা।বৃহস্পতিবার সন্ধ্যায় মীরসরাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি পৌঁছালে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দলীয়ে কার্যালয়ে মনোনয়ন প্রাপ্তির চিঠি প্রত্যেকের হাতে তুলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল।

সংক্ষিপ্ত বক্তব্যে রুহেল বলেন, অনেক যাছাই বাছাইয়ের মাধ্যমে প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে কেন্দ্র থেকে প্রার্থীরা যেন কেন্দ্রের আস্থা রাখতে পারে। উৎসবমুখর ভোটের মাধ্যমে জনসেবায় আত্মনিয়োগ করতে পারে। ইউনিয়ন পর্যায়ে দলের সভাপতি/সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার তাগিদ দেন তিনি, যারা এবার মনোনয়ন পায়নি তাদের দলীয় মূল্যায়নের বিবেচনায় রাখার কথা বলেন, এ সময় দলীয় কার্যালয়ের বাইরে সহস্র নেতাকর্মী অপেক্ষারত ছিল।

নেতাকর্মী সূত্রে জানা যায়, এবারের প্রার্থী মনোনয়ন পেতে মীরসরাইয়ের আওয়ামী লীগের রাজনীতির প্রভাব নির্ধারণকারী মাহবুব রহমান রুহেলের সুনজর কাড়ার একটা চেষ্টা ছিল ১৬ ইউনিয়নের প্রার্থীদের মাঝে। তার হাত থেকে মনোনয়ন গ্রহণকে মীরসরাইয়ের রাজনীতিতে রুহেলের ক্রমশ বর্ধমান প্রভাবের চিহ্ন হিসেবে দেখছেন স্থানীয় রাজনীতি বিশ্লেষকরা। সেটার প্রমাণ মিলে মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর বক্তব্যে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে, জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে তারই স্নেহধন্য মাহবুব রহমান রুহেলের চিন্তা চেতনার আলোকে মীরসরাই উপজেলা আওয়ামী লীগ জনকল্যাণে কাজ করবে।উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুঁইয়ার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, ১৬ ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দে সময় উপস্থিত ছিল।