রাজশাহীর সমাবেশে সফল করার লক্ষে বাগমারায় কামালের প্রচারণা
বাগমারা প্রতিবেদক: রাজশাহীতে বিএনপির মহা সমাবেশ সফল করার লক্ষ বাগমারার গোবিন্দপাড়ায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়েছে।
বাগমারা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক কামাল হোসেন।
তিনি গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাশ বাজারসহ গুরুত্বপূর্ণ স্হানসমুহে তিনি প্রচারণা চালান।
সকল বাধা উপেক্ষা করে রাজশাহীর জনসভা সফল করার আহ্বান জানান।
তিনি পশ্চিম বাগমারার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
কামাল হোসেনের এই প্রচারণা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
অধ্যাপক কামাল হোসেনের সঙ্গে উল্লেখযোগ্যদের মধ্য উপস্থিত ছিলেন গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনিস, সাবেক সাধারণ সম্পাদক আঃসালাম, ইউনিয়ন যুবদল নেতা আঃরউফ, ইউনিয়ন যুবদলের সাবেক নেতা নাজমুল হোসেন,রাজশাহী জেলা কৃষকদলের সদস্য দুলাল হোসেন, আউচপাড়া ইউনিয়নের প্রবীন বিএনপি নেতা হেলাল উদ্দিন, ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক বাসুপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন সরকার, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাজু আহম্মেদ, ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম গাজি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বোরহান উদ্দিন, ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম গনি,ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের রাজশাহী জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জামিলুর রহমান জর্জ, যুবনেতা মাসুদ রানা, যুবনেতা নজরুল ইসলাম যুবনেতা নওশাদ হোসেন লাল্টু, যুবনেতা মতিন,উপজেলা ছাত্রদল নেতা রাকিব প্রমুখ।