শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বাঘা পৌরসভায় মেয়র আ.লীগের বিদ্রোহী প্রার্থী, পুঠিয়ার দুই ইউপিতে জিতলো নৌকা

SONALISOMOY.COM
ডিসেম্বর ২৮, ২০২২
news-image

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে ১২ হাজার ৩৩ ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাস আলী (জগ প্রতীক) মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীনুর রহমান পিন্টু (নৌকা প্রতীক) পেয়েছেন ৬ হাজার ১৮৭ ভোট।
এছাড়া পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান এবং শীলমাড়িয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আজ সকাল সাড়ে ৮টা থেকে বাঘা পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়।
বিকাল সাড়ে ৪টায় ভোট গ্রহণ শেষ হবার কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় ছিল। ৩১ হাজার ৬৬৯ জন ভোটারের মধ্যে ২৪ হাজার ১৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
রাজশাহী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবুল হোসেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।
কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ইভিএম বুঝতে সমস্যা হওয়ায় নারী ও বৃদ্ধদের ভোট গ্রহণে বিলম্ব হয়। তবে বিকেল সাড়ে চারটার মধ্যে যারা কেন্দ্রে এসেছেন, তাদের সবাই ভোট দিতে পেরেছেন।