বরিশাল হিজলা থানার ছয়গাওতে কুপিয়ে জখম
বরিশাল হিজলা থানার হরিনাথপুর, ছয়গাওতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম এবং মারধর করেছে এলাকার বখাটে বিএনপি নেতারা। প্রাথমিক সূত্রে জানা যায়, ওয়ার্ড সভাপতি আফছার উদ্দিন লটিয়াকে চরমভাবে মারধর এবং কুপিয়েছে, সাথে এক সেনাবাহিনী সদস্য রুবেল ও খোরশেদ আলমের স্ত্রী এখন চিকিৎসা দিন ঢাকা হাসপাতাল রয়েছে।
আবুল বাশার বেপারি ও তার স্ত্রীকেও মারা হয়েছে। তারা মারধর করেছে, এলাকাবাসীর সাথে আলাপ করে জানা যায়, এক সময়ের বিএনপি নেতা ও সন্ত্রাসীদের নামের তালিকা দেয়া হল- লিটন মোল্লা , পিতা-দেলোয়ার হোসেন মোল্লা, হৃদয় কয়েলদার, পিতা-ফয়জুল কোয়েল দার, সুখন রাড়ী, পিতা-অভেদ রাড়ী, হাসান বেপারী, পিতা- জালালউদ্দিন, ইব্রাহিম বেপারী, রহমত বেপারী এদের সবার বাড়ি চরছয়গাও।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, তারা এইভাবে আরও অনেককে মারধর ও হুমকি ধামকি দিয়ে যাচ্ছে তা থেকে রেহাই পাচ্ছে না বর্তমান মেম্বার সাইদ বেপারিও। অজ্ঞাতনামা এই সন্ত্রাসীদের আসামি করে হিজলা থানায় অভিযোগ দেন। অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহণ করার প্রক্রিয়া চলছে। এই নরকীওকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।