শাহজালালে ২ হাজার কার্টন অবৈধ সিগারেটসহ নিষিদ্ধ মালামাল জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২ হাজার কার্টন সিগারেটসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ মালামাল জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গত সোমবার বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত পরিচালিত এক বিশেষ অভিযানে এগুলো জব্দ করা হয়। জব্দ করা মালামালের মধ্যে দুই হাজার কার্টন সিগারেট ছাড়াও রয়েছে আমদানি নিষিদ্ধ ১৫০০টি ভেপ, ১০০ কেজি নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন ১০২টি এবং কসমেটিক্স ২০০ কেজি।
ঢাকা কাস্টমস হাউজের কমিশনার জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টমস সূত্র জানায়, মধ্যপ্রাচ্য, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে আসা বিভিন্ন ফ্লাইটের প্রায় ১০০ যাত্রীর কাছ থেকে এসব নিষিদ্ধ মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামালের শুল্ক প্রায় ১ কোটি টাকা।