মিরপুরে সহিংসতা: দুই মামলার আসামি ছাত্রলীগ নেতা নাজমুল কোথায়?
রাজধানীর মিরপুরে টানা সহিংসতা, হত্যাকাণ্ড ও সন্ত্রাসী তাণ্ডবের ঘটনায় উঠে আসছে ছাত্রলীগ নেতা নাজমুলের নাম। শাহআলী ও মিরপুর মডেল থানায় দায়ের হওয়া দুটি মামলাতেই তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। কিন্তু ঘটনার পর থেকেই তিনি রয়েছেন আত্মগোপনে।
প্রথম মামলা দায়ের হয় ১২ আগস্ট ২০২৪ তারিখে শাহআলী থানায় (মামলা নম্বর ৮৫২)। এতে নাজমুলসহ ২২ জন নামীয় এবং আরও ১৫–২০ জন অজ্ঞাতনামাকে হত্যাকাণ্ড ও সংঘবদ্ধ সহিংসতার অভিযোগে আসামি করা হয়।
দ্বিতীয় মামলা দায়ের হয় ১৫ আগস্ট মিরপুর মডেল থানায় (মামলা নম্বর ৯৫৬)। এতে নাজমুলসহ ৫৪ জন নামীয় এবং আরও ২৫০–৩০০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, সন্ত্রাস ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। অভিযোগ রয়েছে, নাজমুল সরাসরি হামলায় অংশ নিয়ে নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ চালান এবং স্থানীয় মানুষকে আতঙ্কিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল শুধু ছাত্রলীগের সক্রিয় কর্মী নন, তিনি সংরক্ষিত মহিলা আসনের এমপি তুহিনের ক্যাডার বাহিনীর সদস্যও। অভিযোগ রয়েছে, তুহিনের প্রত্যক্ষ নির্দেশেই তিনি এসব সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং এলাকায় তাণ্ডব চালান।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নাজমুলের সম্পৃক্ততা স্পষ্ট হলেও তিনি ঘটনার পর থেকে আত্মগোপনে আছেন। তার অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।