বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

দল চাপে পড়লে দায়িত্ব নিয়ে খেলতে পছন্দ করি: মিরাজ

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ১০, ২০১৬

10-02-16-Bangladesh Under 19 Team_Practice-9স্পোর্টস ডেস্ক: নেপালের বিপক্ষে ২১২ রান তাড়া করতে নেমে ভীষণ বিপদে পড়েছিল বাংলাদেশ। ৯৮ রান তুলতে নেই চার উইকেট। পরে এমন পরিস্থিতে জাকির হাসানের সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়ে ম্যাচ জেতাতে অগ্রণী ভুমিকা পালন করেন স্বাগতিক অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তাই দল চাপে পড়লে তখনই দায়িত্ব নিয়ে খেলতে পছন্দ করেন বলে জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার যুব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে স্বাগতিক বাংলাদেশ। এ ম্যাচ জিততে পারলে স্বাগতিকরা পৌঁছে যাবে স্বপ্নের ফাইনালে। বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্বাগতিক অধিনায়ক মেহেদি ‍হাসান মিরাজ বলেন, ‘আমাদের দলের ভেতর একটা বিশ্বাস আছে, যে কোনো পরিস্থিতিতে আমরা ঘুরে দাঁড়াতে পারব। আমরা কখনো নেতিবাচক চিন্তা করি না। শেষ ম্যাচটায় যেমন পরিস্থিতিতে আমি ব্যাটিং করেছি, ওই পরিস্থিতিতে আমি খেলতে পছন্দ করি। পাশাপাশি এটি উপভোগও করি। কারণ গত বছর শ্রীলঙ্কায় সিরিজ খেলে ওখানে পর পর দুটি ম্যাচ আমরা হেরেছিলাম। এরপর আমরা কিন্তু টানা তিন ম্যাচ জিতে ওই সিরিজ জিতেছি। ওইসব কন্ডিশনে গিয়ে আমরা চাপ নেয়া শিখেছি। এগুলো এখন আমাদের কাজে লাগছে।’2016_02_04_20_39_40_h2CqMQllYC4EKscRlG1aDv2T5lDzTf_original

বৃহস্পতিবার সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হরাতে নিজ দলেও স্পিনারদের ওপর আস্থা রাখছেন বাংলাদেশ অনূর্ধব-১৯ দলের অধিনায়ক। যদিও এই ওয়েস্ট ইন্ডিজ যুব দলটাই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের যুবাদের কাছে (৩-০) ব্যবধানে হেরেছিল। ওই সিরিজে খুব বেশি প্রতিরোধ গড়তেও সক্ষম হননি ক্যারিবীয় যুবারা। বাংলাদেশের তরুণদের স্পিনে নাকাল হয়েছিলেন তারা। তাই এবার ফাইনালে উঠতে স্পিনারদের দিকে তাকিয়ে আছেন মিরাজ।

এখন বাংলাদেশের স্পিনাররাই পার্থক্য গড়ে দিতে পারে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের ভাষায়, ‘আমাদের দলে বেশ কয়েক জন ভালো স্পিনার রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের সম্পর্কে জানি, তারা কী করতে পারে। আমরা আমাদের স্পিনাদের সঙ্গে আলোচনা করেছি। আমার মনে হয়, স্পিনাররা ভালো বোলিং করলে ওরা দাঁড়াতে পারবে না।’