শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নিহত ফুটবল হিরোদের শ্রদ্ধা জানাতে বৃষ্টি উপেক্ষা করে লাখো মানুষের ঢল

SONALISOMOY.COM
ডিসেম্বর ৪, ২০১৬
news-image

এম রবিউল্লাহ: গত সোমবার কলম্বিয়ার মেডেলিনে বিমান বিধ্বস্তে নিহত হওয়া ব্রাজিলের ফুটবলারদের শ্রদ্ধা জানাতে চাপেকো স্টেডিয়ামে জড়ো হয়েছেন লাখো ফুটবল প্রেমী। তারা বৃষ্টি উপেক্ষা করে অশ্রু ভেজা চোখে স্টেডিয়ামে তারা এসেছেন। এর আগে গত শুক্রবার মেডেলিন বিমানবন্দর থেকে মৃতদেহগুলো ব্রাজিলে নেওয়ার পথে শত শত কলম্বিয়ান নাগরিক তাদের শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
3afd6c6500000578-3996890-image-m-61_1480775385706-550x366বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্য ৬৪ জন ব্রাজিলের নাগরিক, ৫ জন বলিভিয়ার নাগরিক, একজন ভেনিজুয়েলান ও একজন প্যারাগুয়ের নাগরিক রয়েছে। নিহত ১৯ ফুটবলার ব্রাজিলের শাপোকোয়েনসে ফুটবল ক্লাবের সদস্য। নিহত অন্যান্যরা ব্রাজেলিয়ান ফুটবল দলের সমর্থক ও সাংবাদিক।
ইনিলসন দোস সান্তোষ নামের একজন বলেন, আমি এই স্টেডিয়ামে খেলা দেখতে কতবার এসেছি। আজ এসেছি তাদের বিদায় জানাতে। তারা আমাদের এই স্টেডিয়ামে আনন্দে ভাসিয়েছিল। আজ তারা চোখের অশ্রুতে আমাদের ভাসাচ্ছে। আমি খুবই শোকাহত এই হিরোদের হারিয়ে।
সান্দ্রা গনজালিজ নামের একজন বলেন, আমি নিহত ফুটবল হিরোদের শ্রদ্ধা জানাতে এসে খুবই আবেগপ্রবণ হয়ে 161203113133-06-brazil-football-club-funeral-1203-exlarge-169-550x309পড়েছি। তারা আমাদের আদর্শ। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। এমন হিরোদের বিদায় জানাতে এসেআমি ভেতরে ভেতরে শুধু ব্যাথা অনূভব করছি ।
সূত্র: সিএনএন ও বিবিসি