শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

টানা তৃতীয় জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

SONALISOMOY.COM
ডিসেম্বর ১৮, ২০১৬
news-image

ক্রীড়া ডেস্ক : শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জ্লাতান ইব্রাহিমোভিচের শেষ মুহূর্তের গোলে পয়েন্ট বাঁচায় ম্যানচেস্টার ইউনাইটেড। এবার ইব্রাহিমোভিচের জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের টানা তৃতীয় জয় নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

শনিবার রাতে ওয়েস্ট ব্রমউইচ অ্যালিবিওনকে ২-০ গোলে হারিয়েছে ম্যানইউ। ১৭ ম্যাচে এটি ম্যানচেস্টার ইউনাইটেডের অষ্টম জয়, পয়েন্ট ৩০। ৮ জয়ের বিপরীতে ৩টি হেরেছে রুনি, পগবারা। ড্র করেছে ৬টি ম্যাচ। পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারেরও পয়েন্ট ৩০। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ম্যানইউয়ের অবস্থান ষষ্ঠ স্থানে।

ওয়েস্ট ব্রমউইচের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রেডডেভিলরা। পঞ্চম মিনিটে ইব্রাহিমোভিচ গোল করে দলকে এগিয়ে নেন। জেসে লিনগার্ডের ক্রসে হেড দিয়ে বল জালে জড়ান সুইডেনের স্ট্রাইকার। বিরতির আগে কপাল পুড়ে ওয়েন রুনির। তার করা শট ব্রমউইচের বারপোস্টে লেগে ফিরে আগে। বিরতির পর স্বরূপে দেখা দেন ইব্রাহিমোভিচ। তারকা এ স্ট্রাইকার লিগের ১৬তম গোল পান ম্যাচের ৫৬ মিনিটে। রুনির বাড়ানো পাসে দুই খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বল জালে পাঠান ইব্রা। এরপর আর কোনো দলই গোলের দেখা পায়নি। গত এক সপ্তাহ দারুণ সময় কাটাচ্ছেন ইব্রাহিমোভিচ। দলের জয়ে বড় অবদান রাখছেন সুইডেনের তারকা। লিগের শুরুতে পারফরম্যান্স ওঠা-নামা করলেও ধীরে ধীরে স্বরূপে ফিরে আসতে শুরু করেছে হোসে মরিনহোর শিষ্যরা।