বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কর্মসূচির উদ্বোধন

SONALISOMOY.COM
ডিসেম্বর ৩১, ২০১৬
news-image

নিজস্ব প্রতিবেদক: বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বছরের প্রথম দিনেই ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপনের অংশ হিসেবে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

শনিবার সকালে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কয়েকটি স্কুল ও মাদ্রাসার প্রথম থেকে নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি শিক্ষার মান নিয়ে সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

এ ছাড়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আগামীকাল ১ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় রাজধানীর আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব-২০১৭’ উদ্বোধন করবেন। রাজধানীর ৩১টি বিদ্যালয়ের পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী ওই অনুষ্ঠানে যোগদান করবে।

সরকার ২০১৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি পাঠ্যপুস্তক বিতরণ করবে। সারা দেশে ৪ কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ জন ইবতেদায়ি, দাখিল, দাখিল কারিগরি, এসএসসি ভোকেশনাল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে এসব বই বিতরণ করা হবে।