শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শীতলক্ষ্যায় নৌকাডুবি, নিহতের সংখ্যা বেড়ে ৫

SONALISOMOY.COM
ডিসেম্বর ৩১, ২০১৬
news-image

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে; সমাপ্ত ঘোষণা করা হয়েছে উদ্ধার কাজ।

কাপাসিয়ার তারাগঞ্জে শুক্রবার সন্ধ্যায় নৌকাডুবির পর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা দুইজনের লাশ উদ্ধার করে। পরে ডুবুরিরা এসে রাতে আরও তিনজনের লাশ উদ্ধার করে।

কাপাসিয়া থানার এসআই মো. দুলাল মিয়া বলেন, তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিজয় মেলা চলছিল। শুক্রবার ছিল মেলার শেষ দিন। মেলা দেখার জন্য শিশুসহ ২০-২৫ জনের একটি দল শীতলক্ষ্যা নদীর পূর্ব পার থেকে নৌকায় করে পশ্চিম পারের ওই মেলায় আসছিল।

“নৌকাটি মাঝ নদী পার হলেও তীরে পৌঁছার আগেই যাত্রীসহ ডুবে যায়। স্থানীয়রা চেষ্টা করে দুইজনের লাশ উদ্ধার করে।”

এরপর রাতে ঢাকার ডুবুরিরা এসে আরও তিনজনের লাশ উদ্ধার করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, নৌকা ডুবির ঘটনায় মোট পাঁচজনের লাশ পাওয়া গেছে। আর কোনো নিখোঁজের দাবি না থাকায় রাত দেড়টার দিকে ঢাকার ডুবুরিরা উদ্ধার কাজ সমাপ্ত করেন।

নিহতরা হলেন – আতিক মিয়া (২৫), কোহিনুর বেগম (২৭), আব্দুল কাইয়ুম (১৭), আনু মিয়া (৪০) ও তাজিব খান (১৪)।

সবাই ছিলেন শীতলক্ষ্যা নদীর পূর্ব পারের জেলা নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা। তারা খেলা দেখতে যাচ্ছিলেন নদীর পশ্চিম পারে গাজীপুর জেলার তারাগঞ্জে।