বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ফিল্মফেয়ারে সেরা আমির, আলিয়া ও ‘দঙ্গল’

SONALISOMOY.COM
জানুয়ারি ১৫, ২০১৭
news-image

বিনোদন ডেস্ক :
গতকাল (১৪ জানুয়ারি) রাতে মুম্বাইয়ের এনএসসিআই ডোমে অনুষ্ঠিত হয়েছে বলিউডের সবচেয়ে মর্যাদাকর অ্যাওয়ার্ড হিসেবে স্বীকৃত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৬২তম আসর। এবারের আসরে সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান ও করণ জোহর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির প্রায় সব তারকা।

এবার সেরা সিনেমা নির্বাচিত হয়েছে আমির খান অভিনীত দঙ্গল। সিনেমাটিতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আমির। এ ছাড়া সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন দঙ্গল নির্মাতা নিতেশ তিওয়ারি। উড়তা পাঞ্জাব সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট।

চলুন দেখে নিই ৬২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বিজয়ীদের তালিকা :

সেরা সিনেমা : দঙ্গল

সেরা অভিনেতা : আমির খান, দঙ্গল

সেরা অভিনেত্রী : আলিয়া ভাট, উড়তা পাঞ্জাব

সেরা পরিচালক : নিতেশ তিওয়ারি, দঙ্গল

সেরা অভিনেতা (ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার) : মনোজ বাজপেয়ি (আলীগড়), শহিদ কাপুর (উড়তা পাঞ্জাব)

সেরা অভিনেত্রী (ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার) : সোনম কাপুর, নীরজা

সেরা চলচ্চিত্র (ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার): নীরজা

সেরা অভিনেতা (স্বল্পদৈর্ঘ্য সিনেমা) : মনোজ বাজপেয়ি, তানদাভ

সেরা অভিনেত্রী (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) : টিসকা চোপড়া (চুটনি)

সেরা অভিষিক্ত অভিনেতা: দিলজিত দুসাঞ্জ, উড়তা পাঞ্জাব

সেরা অভিষিক্ত অভিনেত্রী : রিতিকা সিং, শালা খারুস

সেরা অভিষিক্ত পরিচালক : অশ্বিনী আয়ার তিওয়ারি

সেরা চলচ্চিত্র (পিপলস চয়েস) : খামাখা

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : চুটনি

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (নন-ফিকশন) : মাতিতালি কুস্তি

সেরা সংলাপ : রিতেশ শাহ, পিঙ্ক

সেরা চিত্রনাট্য : শাকুন বাত্রা, আয়েশা দেবিত্রে ধিলন, কাপুর অ্যান্ড সন্স

সেরা গল্প : শাকুন বাত্রা, আয়েশা দেবিত্রে ধিলন, কাপুর অ্যান্ড সন্স

সেরা পার্শ্ব অভিনেতা : ঋষি কাপুর, কাপুর অ্যান্ড সন্স

সেরা পার্শ্ব অভিনেত্রী : শাবানা আজমি, নীরজা

আজীবন সম্মাননা : শত্রুঘ্ন সিনহা

সেরা মিউজিক অ্যালবাম : প্রীতম, অ্যায় দিল হ্যায় মুশকিল

সেরা গীতিকার : অমিতাভ ভট্টাচার্য, চান্না মেরেয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল

সেরা গায়ক : অরিজিৎ সিং, অ্যায় দিল হ্যায় মুশকিল টাইটেল সং

সেরা গায়িকা : নেহা ভাসিন, জাগ ঘুমেয়া, সুলতান

আর ডি বর্মন নিউ মিউজিক ট্যালেন্ট : অমিত মিশ্রা, বুলেয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল

সেরা ভিজ্যুয়াল এফেক্টস : রেড চিলিস এন্টারটেইনমেন্ট, ফ্যান

সেরা সিনেমাটোগ্রাফার : মিতেশ মিরচান্দানি, নীরজা

সেরা সম্পাদনা : মনীশা বালদাওয়া, নীরজা

সেরা পোশাক : পায়েল সালুজা, উড়তা পাঞ্জাব

সেরা অ্যাকশন : সায়াম কুশাল, দঙ্গল

সেরা আবহসংগীত : সামীর উদ্দিন, কাপুর অ্যান্ড সন্স

সেরা কোরিওগ্রাফি : আদিল শেখ, কার গায়ি চুল, কাপুর অ্যান্ড সন্স