বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ভারতে ট্রেন লাইনচ্যুত, নিহত বেড়ে ৩২

SONALISOMOY.COM
জানুয়ারি ২২, ২০১৭
news-image

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ছত্তিশগড়ের জগদলপুর থেকে ওডিশার ভুবনেশ্বরগামী হিরাখণ্ড এক্সপ্রেস ট্রেনটি অন্ধ্র প্রদেশের বিজয়ানগরামে লাইনচ্যুত হয়।

বিজয়ানগরামের অদূরে কুনেরু স্টেশনের কাছে হিরাখণ্ড এক্সপ্রেসের ইঞ্জিনসহ নয়টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে রয়েছে দুটি মালবাহী বগি, দুটি সাধারণ যাত্রাবাহী বগি, দুটি স্লিপার কোচ এবং দুটি এসি কোচ।

ভারতের রেলওয়ের কর্মকর্তা জে পি মিশ্র জানিয়েছেন, এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। শতাধিক লোক আহত হয়েছে।

মিশ্র আরো জানিয়েছেন, লাইনচ্যুত বগিতে অনেকে আটকা পড়ে আছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। পুরোদমে উদ্ধারাভিযান চলছে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।