শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শিশু দিবসের অনুষ্ঠানে এনামুল হক এমপি
বঙ্গবন্ধু কোনো দলের নয়, জাতির সম্পদ

SONALISOMOY.COM
মার্চ ১৭, ২০১৭
news-image

বাগমারা প্রতিনিধি
বঙ্গবন্ধুকে স্মরণ করে রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠিকে শান্তি দেওয়ার জন্যই বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল। তিনি জীবদ্দশায় জনগণের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কোনো দলের সম্পদ নয়, তিনি জাতির সম্পদে পরিণত হয়েছেন। দল মতের উর্ধে থেকে সবাইকে বঙ্গবন্ধুর চেতনা লালন করতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে। তিনি শুক্রবার সকালে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এনামুল হক বলেছেন, বঙ্গবন্ধু আমাদের মাঝে না থাকলেও তাঁর আর্দশ, স্বদেশপ্রীতি ও ত্যাগ রয়েছে। এসব আঁকড়ে ধরে রাখতে পারলেই দেশের উন্নয়ন হবে। তিনি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেছেন, স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস সঠিক ভাবে জানতে পারলেই বঙ্গবন্ধুর জন্মদিন পালন সার্থক হবে। সবাইকে বঙ্গবন্ধুকে জানার আহ্বান জানান সাংসদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার শাহার আলী, থানার ওসি নাছিম আহম্মেদ প্রমুখ। এর আগে সকালে একটি শোভাযাত্রা বের হয়ে ভবানীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।