শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

গাজীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

SONALISOMOY.COM
এপ্রিল ৬, ২০১৭
news-image

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গিতে ২০১৩ সালে উত্তরা ইউনিভার্সিটির বিবিএ-এর শিক্ষার্থী রিয়াদকে অপহরণের পর হত্যার ঘটনায় তিন জনকে মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রেজাউল করিম ওরফে সাগর, মো. জামাল উদ্দিন ও মো. শাহাবউদ্দিন। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- সানজীদা আক্তার লিপি।

পাশাপাশি তিন আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আসামি সানজীদা আক্তার লিপিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।