শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রতিবন্ধীদের সম্পদে পরিণত করতে হবে, শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে এমপি এনামুল হক

SONALISOMOY.COM
আগস্ট ১৬, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, মানুষ হিসেবে আমরা সবাই সমান। আমাদের একটাই পরিচয় আমরা মানুষ। কাউকে প্রতিবন্ধী বলে কষ্ট দেবনা। প্রতিবন্ধীরা তো আমাদেই সন্তান। তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তারাও সমাজের সম্পদ। আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য নানাবিধ প্রকল্প বাস্তবায়ন করে চলেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণ পরিষদ হতে অনুদানের চেক, সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একাডেমিক সুপারভাইজার আব্দুল মমীতের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুর মালেক মন্ডল, জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, চেয়ারম্যান বিজন সরকার, বাসুপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম ওয়াহিদুজ্জামান, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিন, মাহাবুর রহমান, ইদ্রীস আলী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ১৫৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ৯ লাখ ৬৩ হাজার ৮ শত টাকা, সমাজ কল্যাণ পরিষদ হতে ৫ জনকে ৪০ হাজার টাকার অনুদান এবং ১৩ জনের মাঝে সুদ মুক্ত ২ লাখ ৭৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।