শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাগমারার আউচপাড়ায় তিন গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

SONALISOMOY.COM
নভেম্বর ১৮, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই স্লোগানকে সামনে রেখে বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টায় রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের পালোপাড়া, গাংবাতা এবং বদোপাড়া গ্রামের ১০১টি বাড়িতে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার বিকেলে পালোপাড়া গ্রামে ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, হিন্দু ধর্মীয় কল্যাণ স্ট্রাষ্টের স্ট্রাস্টি অনিল কুমার সরকার।

ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিউর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনেরায়ার হোসেন, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, সাধারণ সম্পাদক সামসুল হক, আউচপাড়া ইউপি সদস্য আমজাদ হোসেন, বাহার আলী, লোকমান হাকিম, মহিলা ইউপি সদস্য নুরুন্নাহার বেগম, সাবেক সদস্য জুলেখা বেগম, প্রভাষক জামাল উদ্দীন, নজরুল ইসলাম, আবুল বাসার, সেকেন্দার আলী, ছাত্রলীগ নেতা আবু রায়হান প্রমুখ। উক্ত তিন গ্রামে ১০১ বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান করতে প্রায় ৩ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে।