শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮২

SONALISOMOY.COM
আগস্ট ৬, ২০১৮
news-image

সোনলিী সময় ডেস্ক: ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ লুম্বকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৮২ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার স্থানীয় সময় দিনগত রাত আড়াইটার দিকে ৬ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। খবর: বিবিসি, রয়টার্স ও আলজাজিরা।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল লোলান রাজ্যের তিন কিলোমিটার দূরে এবং ৩১ কিলোমিটার গভীরে।

এক টুইট বার্তায় ইন্দোনেশিয়ার দুর্যোগ নিয়ন্ত্রণ সংস্থার মুখপাত্র সুতোপ পুরাও নাগরোহো জানিয়েছেন, ভূমিকম্পে ৮২ জন ও শতাধিক মানুষ আহত হয়েছেন। আর সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় দুর্যোগ সংস্থার প্রধান মুহাম্মদ রুম জানিয়েছেন, বিধ্বস্ত ঘরবাড়ির নিচে চাপা পড়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে।

গত সপ্তাহেই লুম্বকে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১৭ জন নিহত ও ১৬০ জন আহত হন। আর শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

রোববার ভূমিকম্পের পরপরই কর্তৃপক্ষ সুনামির সতর্কতা জারি করে। অবশ্য কিছুক্ষণ পরই সেটি প্রত্যাহার করে নেয়।

ভূমিকম্পের পর ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। লুম্বক দ্বীপটি বিখ্যাত বালি দ্বীপপের কাছাকাছি। এক ভিডিওতে দেখা গেছে, স্থানীয়রা আতঙ্কে তাদের ঘরবাড়ি, হোটেল এবং রেস্টুরেন্ট ছেড়ে সড়কে অবস্থান নিচ্ছেন।