শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাগমারায় ইবতেদায়ীতে উপজেলায় প্রথম হলেন সাদ

SONALISOMOY.COM
জানুয়ারি ২৯, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: বাগমারায় ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফলে মেধা তালিকার উপজেলায় প্রথম হলেন সাদ আবদুর রহমান। ২০১৮ সালের ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফলে সাদ এই কৃতিত্ব অর্জন করেন।

গতকাল সোমবার ইবেতদায়ী পরীক্ষার নম্বরপত্র প্রদান করা হয়েছে। সাদ আবদুর রহমান উপজেলার নরসিংহপুর বান্দাইখাড়া ফাজিল মাদ্রাসা হতে অংশ গ্রহণ করেছিল। উপজেলায় ইবতেদায়ী পরীক্ষায় অংশ নেয় প্রায় নয় শত শিক্ষার্থী। সবাইকে পিছনে ফেলে ৬০০ নম্বরের মধ্যে ৫৬৩ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে।

সাদ উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সগুনা গ্রামের আবদুল কুদ্দুস ও রোকেয়া খাতুন এর ছেলে। পিতা মচমইল ডিগ্রী কলেজের প্রভাষক আর মা বালানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

সাদ আবদুর রহমান বর্তমানে রাজশাহীর নূরে কোরআন হাফেজিয়া মাদ্রাসায় অধ্যয়নরত। সাদ আবদুর রহমান আগামীতে সৌদি আরবের মদিনা বিশ্ব বিদ্যালয়ে ইসলামী বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহন করতে ইচ্ছুক। সাদ সকলের নিকট দোয়া কামনা করেছেন।

সাদ’র পিতা প্রভাষক আবদুল কুদ্দুস জানায়, ছোট থেকেই সাদ ইসলামী মনযোগী হয়ে উঠে। সে থেকেই তাকে ইসলামী শিক্ষায় লেখাপড়া করিয়ে আসছি। ভালভাবে লেখা পড়া করতে তাকে সকল প্রকার সুযোগ সুবিধা দেয়া হয়েছে। এর ফলই হয়তোবা উপজেলায় প্রথম হওয়া।

এ ব্যাপারে বাগমারা উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৬০০ মধ্যে ৫৬৩ নম্বর পেয়ে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে সাদ আবদুর রহমান।