শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাগমারায় সাঁকোয়া স্কুলের প্রধান শিক্ষক মুনছুর রহমানের বিদায় সংবর্ধনা

SONALISOMOY.COM
সেপ্টেম্বর ২, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার শিকদারী সাঁকোয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনছুর রহমানকে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৯৮৬ সালের ১ লা জানুয়ারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি। জ্ঞান আর দক্ষতায় সমৃদ্ধ এই গুণী শিক্ষক শিক্ষকতা জীবনে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলে পার করেছেন অসংখ্য শিক্ষার্থী। যারা আজ দেশ- বিদেশের বিভিন্ন স্থানে কর্ম জীবনে প্রতিষ্ঠিত। সেই গুণী প্রধান শিক্ষক মুনছুর রহমান গত ২৮ আগস্ট ২০১৯ সালে শেষ করলেন শিক্ষকতার মহৎ পেশা।

আজ সোমবার সকাল ১০ টায় সেই গুণী প্রধান শিক্ষক মুনছুর রহমানের বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাগমারা উপজেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনুর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষক আবু হেনার পরিচালনায় অনুষ্ঠানে স্মৃতি চারণমূলক স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত পধান শিক্ষক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আ’লীগের সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সালেহা ইমারত ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউল হক, উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আসাদুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক মাস্টার জহুরুল ইসলাম, শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আমির আলী দেওয়ান, উপজেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক নুরুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রেজুয়ানা হক, আয়েশা খাতুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সালেহা ইমারত গালর্স একাডেমির প্রধান শিক্ষক মতিউর রহমান, সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান, অত্র বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোসেন, মুনসুর রহমান, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, সাঁকোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা বানু, আলহাজ্ব সোলাইমান আলী, কাজিমুদ্দীন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

পরে বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মুনছুর রহমানকে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এরপর বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষকের হাতে উপহার তুলে দেন।