শনিবার, ১৬ মার্চ, ২০২৪

ক্রীড়া সুস্থ সমাজ তৈরি করে: এমপি এনামুল হক

SONALISOMOY.COM
মে ২৯, ২০২১
news-image

বাগমারা প্রতিনিধি: ক্রীড়া মানুষে মানুষে ঐক্য তৈরি করে। সমাজ থেকে বিভেদ হিংসা প্রতিহিংসা দূর করে সুস্থ ধারার সমাজ ও দেশ গঠনে ক্রীড়ার ভুমিকা অপরিসীম। কিন্তু গ্রাম বাংলার অনেক খেলাধূলায় আজ বিলুপ্ত। আজ মোবাইল আসক্তি বেড়ে যাওয়ায় আমরা অমানবিক হয়ে ওঠছি। তাই খেলাধূলার দিকে আমাদের ফিরে যেতে হবে। ফিরিয়ে আনতে হবে গ্রাম বাংলার ঐতিহ্য। এ জন্য সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) নামে যে ফুটবল ম্যাচ চালু করেছেন তা সফল ভাবে বাস্তবায়ন করতে হবে।
শনিবার সকালে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৪ বাগমারা আসনের এমপি ইঞ্জি এনামুল হক এসব কথা বলেন।

ইউএনও’র প্রতিনিধি সহকারি কমিশনার (ভুমি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সরুজ, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়লের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোরুজ্জামান, ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা খানম প্রমুখ। এতে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) উপজেলার ১৮টি দল অংশ গ্রহণ করেছে। খেলাটির আয়োজন করেন উপজেলা প্রশাসন বাগমারা।