রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

রাজশাহীতে করোনা ইউনিটে আরও ১৪ মৃত্যু

SONALISOMOY.COM
জুন ২৮, ২০২১
news-image

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত ১৪ জনের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ ছিল। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে। এদের মধ্যে ৩ জন নারী এবং ১১ জন পুরুষ রয়েছে। রামেক হাসপাতাল পরিচালক জানান, মৃতদের মধ্যে ৭ জনের বাড়ি রাজশাহীতে, ৫ জনের চাঁপাইনবাবগঞ্জ, একজনের বাড়ি নাটোর এবং আরেকজনের বাড়ি নওগাঁয়।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় এখানে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৮ জন। আগের দিনে এই সংখ্যা ছিল ৫৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৭ জন। আজ করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ৪৪২ জন।

গত ২৪ ঘণ্টায় ১৪ জনসহ এ নিয়ে ১ জুন থেকে ২৬ জুন পর্যন্ত হাসপাতালটির করোনা ইউনিটে মারা গেছেন ৩১৮ জন। আর শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১৫৪ জন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।