শনিবার, ১৬ মার্চ, ২০২৪

বাগমারায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সুফল ভোগীদের প্রশিক্ষণ কর্মশালা

SONALISOMOY.COM
মে ৩০, ২০২১
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর আর্থ সামজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমুার সরকার।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস.এম. মাহাবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মহরম হোসেন প্রমুখ। দুই দিন ব্যাপি উক্ত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর নারীরা অংশ গ্রহণ করেন।