শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

টিকা পুশ করলেন ধামরাইয়ের মেয়র, ছবি ভাইরাল

SONALISOMOY.COM
আগস্ট ৮, ২০২১
news-image

নিজস্ব প্রতিনিধি: টিকা পুশ করলেন ধামরাইয়ের মেয়র, ছবি ভাইরালঢাকার ধামরাইয়ে কোভিড-১৯ এর টিকার সিরিঞ্জ হাতে পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। গণটিকাদান কর্মসূচির প্রথম দিনে আজ শনিবার ধামরাই পৌরসভা ভবন কেন্দ্রে এক জনকে টিকা দিতে দেখা যাচ্ছে তাকে।

ছবিটিতে মেয়রের সঙ্গে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরাসহ অন্যান্যদের দেখা যাচ্ছে।

টিকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা। তার দাবি, কাউকে টিকা দিতে নয়, টিকাদান কর্মসূচি উদ্বোধনের সময় উপস্থিত সাংবাদিকদের অনুরোধে ফটোসেশনে অংশ নেন।

গোলাম কবির মোল্লা বলেন, ‘সকালে পৌরভবনে গণটিকাদান কর্মসূচির উদ্বোধনের সময় স্থানীয় সাংবাদিকরা আমাকে সিরিঞ্জ হাতে টিকা দেওয়ার অভিনয় করে একটি পোজ দিতে বলেন। তাদের অনুরোধ রাখতেই সিরিঞ্জ হাতে ছবিটা তোলা হয়। একজন সচেতন মানুষ হিসেবে আমি কি কাউকেই টিকা দিতে পারি?’

এ বিষয়ে জানতে চাইলে একই কথা বলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। তিনি বলেন, ‘তিনি মূলত টিকা দেননি। গণটিকাদান কর্মসূচির উদ্বোধনের সময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের অনুরোধে তিনি টিকার সিরিঞ্জ হাতে ছবি তোলেন। এটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। ছবিতে যাকে টিকা নিতে দেখা যাচ্ছে, তিনি আগেই টিকা নিয়েছিলেন।’

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা টেলিফোনে প্রথমে বলেন, ‘আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে উনি কখন এটি করলেন। যদিও আমি তখন সেখানে উপস্থিত ছিলাম, তবে অন্য একটি কাজে ব্যস্ত থাকায় বিষয়টি মোটেও খেয়াল করতে পারিনি। তাছাড়া আসলেই উনি টিকা দিয়েছিলেন নাকি টিকা দেওয়ার পোজ দিয়েছিলেন, সেটিও নিশ্চিত না। উনার সঙ্গে কথা বললে আপনারা বিষয়টি পরিষ্কার হতে পারবেন।’

এর কিছুক্ষণ পর ডা. নূর রিফফাত আরা আবার বলেন, ‘আমি নিশ্চিত হয়েছি তিনি টিকা দেননি।’