বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

যে কারণে পরীমণিসহ অন্যদের রিমান্ড চায়নি সিআইডি

SONALISOMOY.COM
আগস্ট ১৩, ২০২১
news-image

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন অপরাধে অভিযুক্ত চিত্রনায়িকা পরীমণিসহ ৫ জনের দুই দফা রিমান্ড শেষ হয়েছে। যে কারণে তাদেরকে আদালতে হাজির করেছে তদন্তকারী সংস্থা সিআইডি। তবে পরীমণিসহ ৫ জনের কারোই এখন রিমান্ড চাওয়ার প্রয়োজন আছে বলে মনে করছে না তদন্তকারী সংস্থাটি। তাহলে কি রিমান্ডে জিজ্ঞাসাবাদে পরীমণিসহ অন্যদের কাছ থেকে প্রয়োজনীয় পর্যাপ্ত তথ্য উদঘাটন করতে পেরেছে সিআইডি? নাকি আবারও তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে? আরটিভি নিউজের এমন প্রশ্নের জবাব দিয়েছেন সিআইডি’র অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

তিনি আরটিভি নিউজকে বলেন, ‘পরীমণিসহ অন্যদের দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা গেছে। এখন আপাতত তাদের আর রিমান্ড দরকার নেই, তাই তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে আদালতে।’

আজ শুক্রবার (১৩ আগস্ট) সিআইডি জানায়, ‘পরীমণি অজানা অনেক তথ্য-প্রমাণ দিয়েছে। কেবল তা’ই নয়, তার সহযোগীসহ অন্যরা মাদককাণ্ডসহ অসামাজিক-অনৈতিক ও পর্ণগ্রাফি অপরাধ সংক্রান্ত বেশ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের মুখ থেকে যাদের নাম বেরিয়ে এসেছে, তাদের কাউকে অপরাধে সম্পৃক্ততার ভিত্তিতে আবার কাউকে অপরাধের সাক্ষী হিসেবে সিআইডির প্রধান কার্যালয়ে ডাকা হচ্ছে। এসবই মামলাগুলো সুক্ষ্মভাবে তদন্তের স্বার্থে করা হচ্ছে।’

রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা আসামিরা হলেন- নায়িকা পরীমণি, তার সহযোগী আশরাফুল ইসলাম দীপু, প্রযোজক নজরুল ইসলাম রাজ, কথিত মডেল মৌ এবং রাজের সহযোগী সবুজ। তবে অন্য অভিযানে গ্রেপ্তার হেলেনা জাহাঙ্গীর সিআইডির রিমান্ডে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি।