বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ওয়ালটনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মানববন্ধন

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ১২, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার: ওয়ালটন ও মার্সেল কোম্পানি কৌশলে ডিস্ট্রিবিউটরদের (এজেন্ট) সঙ্গে প্রতারণা করে হাজার হাজার পরিবারকে পথে বসিয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ওই অভিযোগ করেন কোম্পানি দুটির দেশের ৬৪ জেলার ডিস্ট্রিবিউটররা।

মানববন্ধনে লিখিত বক্তৃতায় ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক্স ব্যবসায়ী ঐক্য পরিষদের মুখপাত্র জাহাঙ্গীর আলম রাজীব বলেন, ওয়ালটন ও মার্সেলের সঙ্গে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা করে দেশের ৬৪ জেলার ডিস্ট্রিবিউটররা প্রতারণার শিকার হয়েছে। আমরা এই দেশের নাগরিক, আমাদেরও পরিবার আছে। আমরা আমাদের পরিবার-পরিজন নিয়ে বাঁচতে চাই। আমাদের ৪০-৪৫% ছাড়ে পণ্য বিক্রির বাধ্যবাধকতা থাকলেও কমিশন দেওয়া হয়েছে যৎসামান্য। এ ছাড়া আমাদের হিসাব লেজারে কোম্পানির ম্যানেজমেন্টের পক্ষ থেকে অস্বচ্ছ ও অস্বাভাবিক অর্থের লেনদেন যোগ করে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। তাই ৬৪ জেলার ডিস্ট্রিবিউটরদের সঙ্গে করা কোম্পানির এই প্রতারণার বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

মানববন্ধনে শতাধিক ব্যক্তি অংশ নিয়ে কোম্পানি দুটির বিরুদ্ধে নানা স্লোগান দেন।