মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

চাঁদপুরে নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ সিগারেট জব্দ

SONALISOMOY.COM
মার্চ ২, ২০২৫
news-image

চাঁদপুর জেলার পুরান বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। গতকাল শনিবার এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী সিগারেট ও নকল বিড়ি উৎপাদন করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত ও মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১০ টার দিকে চাঁদপুর জেলার পুরান বাজারে অভিযান চালানো হয়। এ সময় উক্ত বাজার থেকে পাঁচ হাজার (৫,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত গোল্ডেন হল নামের অবৈধ সিগারেট জব্দ করা হয়।

নকল সিগারেট সবরাহকারী চক্রকে ধরিয়ে দিবে এই শর্তে ক্ষমা করে দেওয়া হয়। পরবর্তীতে এই রকম কার্যক্রম পরিচালনা করলে মামলার হুশিয়ার দেওয়া হয়।

আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক (ইনচার্জ) মো. জসিম উদ্দিন জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেটে নকল ব্যান্ডরোল ব্যবহার করে একটি চক্র অবৈধ ভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। এতে প্রকৃত রাজস্ব প্রদানকারী প্রতিষ্ঠান গুলো ক্ষতির সম্মুখিন হচ্ছে এবং সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। অবৈধ সিগারেট ও নকল বিড়ি বন্ধে পুলিশ, র‌্যাব, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহযোগীতা কামনা করছি।