শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চুপিসারে শিশুটিকে ফেলে গেল কারা?

SONALISOMOY.COM
জানুয়ারি ২১, ২০১৭
news-image

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে নায়েরপাড়া গ্রামের একটি ফসলি খেত থেকে তিন বছরের এক মেয়ে শিশুকে গত বুধবার উদ্ধার করা হয়। চুপিসারে কে বা কারা প্রতিবন্ধী শিশুটিকে ফেলে রেখে যায়।

স্থানীয় রাহেলা খাতুন (৫৫) শিশুটিকে তাঁর বাড়িতে নিয়ে দেখাশোনা করছেন। রাহেলা জানান, শিশুটি অসুস্থ। হাঁটতে পারে না। তার গায়ের রঙ শ্যামলা। স্পষ্ট করে কথাও বলতে পারে না। ডান হাত ও ডান পা স্বাভাবিকের চেয়ে চিকন হওয়ায় সে নড়াচড়া করতে পারে না। ক্ষুধা পেলে শুধু কান্নাকাটি করে। খেতের মধ্যে কান্নাকাটি করতে দেখে তিনি শিশুটিকে তাঁর বাড়িতে নিয়ে আসেন। বাবা-মায়ের সন্ধান পেলে তাঁদের কোলে তুলে দেবেন তিনি।

সমাজসেবা অধিদপ্তরের শেরপুর উপজেলার বিশালপুর ও ভবানীপুর ইউনিয়নের সমাজকর্মী সেলিনা আক্তার বলেন, গ্রামের কয়েকজন শ্রমিক খেতের মধ্যে শিশুটিকে দেখতে পান। খবর পেয়ে কয়েক শ লোক শিশুটিকে দেখতে যায়। শিশুর বাবা-মায়ের খোঁজ না পাওয়ায় রাহেলা খাতুন শিশুটির দেখভালের দায়িত্ব নেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, শিশুটির বাবা-মায়ের খোঁজ পাওয়া না গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।