বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

বাগমারায় তের’শ শিক্ষার্থীর সন্ত্রাস, জঙ্গি ও মাদকবিরোধী শপথ

SONALISOMOY.COM
মার্চ ১৯, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ১০৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার তিন শত শিক্ষার্থী সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক সহ রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে শপথ নিয়েছেন।

শনিবার ১৭ মার্চ, উপজেলার সালেহা-ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তাদেরকে শপথ বাক্য পাঠ করান ওই ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক।

সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের সাথে এক যোগে শিক্ষার্থীরা শপথ পাঠ করেন। আমি শপথ করিতেছি যে, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে সৎ ও যোগ্য করে গড়ে তুলবো।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চেতনায় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আদর্শে নিজেকে গড়ে তুলবো। পিতা-মাতাকে শ্রদ্ধা করবো। শিক্ষকদের প্রতি সম্মান জানাবো।

বাংলাদেশের সন্ত্রাস নির্মূলে সর্বদা কাজ করবো। কোন প্রকার মাদক আমাদের স্পর্শ করবে না। সেই সাথে সন্ত্রাসী কর্মকান্ডে নিজেকে জড়াবো না। দেশ ও জনগনের কল্যাণে কাজ করবো।