শনিবার, ১৬ মার্চ, ২০২৪

মিরসরাইয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন রুহেল

SONALISOMOY.COM
মে ১৫, ২০২১
news-image

করোনার নতুন ভারতীয় ভ্যারিয়ান্ট শনাক্তের মাধ্যমে জনস্বাস্থ্য বিবেচণায় সংক্রমণ রোধে সরকার ১৬ মে পর্যন্ত লকডাউনের সময় বৃদ্ধি করে, তা আরো দীর্ঘায়িত হতে পারে। এর মধ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে সারাদেশে ভিন্ন বাস্তবতায় ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। যার যার অবস্থানে সীমাবদ্ধ থেকে ঈদ উদযাপিত হচ্ছে, কেউ কেউ ভার্চুয়ালি ঈদের আনন্দ উদযাপন করেছেন। এর ব্যতিক্রম নয় চট্টগ্রামের মিরসরাইতে।

ঈদ উপলক্ষ্যে পৃথক পৃথক বার্তায় ঈদের শুভেচ্ছা জানান, এই আসনের সংসদ সদস্য বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং মিরসরাইয়ের রাজনীতির প্রিয় মুখ মাহবুব রহমান রুহেল। প্রতিবছর ঈদের সকাল হতে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত হতে তাদের বাড়িতে ঈদের শুভেচ্ছা জানাতে মানুষের ঢল নামে। গত বছর হতে সেই জমায়েত বন্ধ করোনাভাইরাস উদ্ভুত পরিস্থিতির কারণে। সেই অভাব দূর করতে মিরসরাইয়ের আওয়ামী লীগের রাজনীতির নতুন অভিভাবকের দায়িত্বে আসা রুহেল সারাদিন নেতাকর্মী, জনসাধারণের সঙ্গে ফোনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন।

তাদের তীব্র আগ্রহের ফলে সকাল হতে মিরসরাইয়ের বিস্তীর্ণ প্রান্তরে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ১৫ মে শনিবার। সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে তিনি কুশল বিনিময় করতে সচেষ্ট ছিলেন। শুভেচ্ছায় বিনিময়ের সুযোগটা কাজে লাগিয়ে করোনা সংক্রান্ত প্রধানমন্ত্রীর বার্তা, মন্ত্রিপরিষদের নির্দেশনা নিয়ে মেনে চলার বার্তা পৌঁছে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ঈদের শুভেচ্ছা পৌঁছান সবার মাঝে।

রুহেল বলেন, প্রধানমন্ত্রীর সুচিন্তিত নির্দেশনায় গতবছর, সরকারের দূরদর্শী কার্যক্রমে গতবছর করোনার অভিঘাত আমরা কম ক্ষতিতে মোকাবেলা করতে সক্ষম হয়েছি, স্বাভাবিক পরিস্থিতিতে আসতে কিছুটা সময় লাগবে। এ বছর এপ্রিল হতে সরকার যখন লকডাউন ঘোষণা করল তখন অনেকে এটিকে মেনে নিতে পারছিলেন না জীবিকার তাগিদে। স্বাস্থ্যবিধি না মানার চিত্রও উদ্বেকজনক। সচেতন জনগোষ্ঠীর দায়িত্ব হলো সরকারের সিদ্ধান্ত মেনে চলা, মানুষকে সচেতন করা।

করোনার নিদারুণ বাস্তবতা হলো অনেকে স্বাভাবিক উপার্জন হারিয়েছে, তাই স্বচ্ছল যারা আছেন তারা অন্যদের পাশে দাঁড়ানো, একসঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে, এমনকি আমার ও অনেক ব্যবসায়িক ক্ষতি সাধিত হচ্ছে চলমান পরিস্থিতিতে। সরকার সবকিছু এড্রেস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনা পরিস্থিতিতে সবসময় জনগণের পাশে থাকায় মিরসরাই উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী, অঙ্গ সংগঠনগুলোকে তিনি সাধুবাদ জানান।

এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মিরসরাই ও বারইয়ারহাটের পৌর মেয়র, সকল চেয়ারম্যান, যুবলীগ উপজেলার সভাপতি মাইনুর রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম ভুঁইয়া, যুবলীগ নেতা আশরাফুল মিঠু, রাসেল ইকবাল চৌধুরী, কেন্দ্রীর ছাত্রলীগ সহসভাপতি রায়হান কাউসার, উত্তরজেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মাসুদ রানা, যুগ্ন আহবায়ক একরামুল সোহেলসহ অনেকে উপস্থিত ছিলেন।