শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বাগমারায় কৃষি আবহাওয়ার তথ্য বিস্তার বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

SONALISOMOY.COM
জুলাই ৩, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় কৃষি আবহাওয়া তথ্য উন্নতিকরণ প্রকল্পের আওতায় কৃষি আবহাওয়া তথ্য বিস্তার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির হলরুমে দিনব্যাপি কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

কৃষি কার্যক্রম মূলত আবহাওয়া নির্ভর। কোন আবহাওয়ায় কি সমস্যায় পড়তে হয় কৃষকদের সেই সাথে কখন বৃষ্টি হওয়ার সম্ভবনা বেশি কখন কম তা অতি সহজেই যেন কৃষকরা জানতে পারে সে লক্ষ্যেই কৃষি আবহাওয়ার তথ্য বিস্তার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এ যুগে তথ্য প্রযুক্তি ছাড়া কোন কিছুই সম্ভব না। সেই প্রযুক্তি ব্যবহার করে বর্তমান সময়ের কৃষকরা কৃষি কার্যক্রম পরিচালিত করছে। এখন কৃষকরা খুব সহজে স্মাট ফোনের মাধ্যমে আবহাওয়া সহ যাবতীয় কৃষি বিষয়ক জ্ঞান অর্জন করতে পারছে।

বাগমারায় কৃষি আবহাওয়ার তথ্য বিস্তার বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, এবিএম মাহমুদ, আব্দুল বারী, আফাজ উদ্দীন প্রমুখ। উপজেলার গনিপুর, দ্বীপপুর, বড় বিহানালী এবং নরদাশ ইউনিয়নের ১৫ জন করে ৬০ জন কৃষককে কৃষি আবহাওয়া তথ্য বিস্তার বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।