বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

দূর্গাপুরে মাদক মুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনাসভা

SONALISOMOY.COM
জানুয়ারি ২৩, ২০২০
news-image

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর দূর্গাপুর উপজেলার ঝিনারমোড়ে মাদক মুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ২৩ জানুয়ারি, সন্ধায় ঝিনারমোড় মাদক দমন ও নিয়ন্ত্রন আ লিক কমিটির উদ্দ্যগে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। ঝিনারমোড় মাদক দমন ও নিয়ন্ত্রন আ লিক কমিটির সভাপতি মহিবুল হাসান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ লুৎফর রহমান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোছাঃ খুরশীদা বানু কনা, দূর্গাপুর কারিগরী সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কাকুলী , ২নং কিসমত গনকৈড় ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আফসার আলী মোল্লা।

আরও বক্তব্য রাখেন তাহেরপুর আ লিক প্রেসক্লাবের সভাপতি ও বাগমারা আ লিক মাদক ও সন্ত্রাস প্রতিরধ কমিটির আহবায়ক এস. এম. সামসুজ্জোহা মামুন,গনকৈড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, গনকৈড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হুসেন, বাদইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন।

কিসমত গনকৈড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য ইসহাক আলীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এস. এম. সাইফুল ইসলাম,এডভোকেট পরাগ, যুবলীগের সভাপতি এরশাদ আলী , মাসুদ রানা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আঃ রাজ্জাক প্রামানিক, আশরাফুল ইসলাম ফরাসি, মোস্তাফিজুর রহমান জীবন, খুরশেদ আলম, রুস্তম আলী, আঃ আলিম সরদার সহ ঝিনারমোড় মাদক দমন ও নিয়ন্ত্রন আ লিক কমিটির সকল সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ।