শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জনের নমূনা পরীক্ষায় আক্রান্ত নেই

SONALISOMOY.COM
জুলাই ১, ২০২১
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি কেউ। বৃহস্পতিবার বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জনের র‌্যাপিড এ্যান্টিজেন টেস্ট করা হলেও পজিটিভ হয়নি কেউ।

করোনার দ্বিতীয় ঢেউ এ এসে এটাই প্রথম। গত দুই দিনে ১০ জনের নমূনা পরীক্ষায় প্রথম দিন ৩ জন আক্রান্ত হলেও পরের দিন এসে দাঁড়ায় ২ জনে। এর আগে পরীক্ষা বেশি হওয়ায় আক্তান্তের সংখ্যাও ছিল বেশি। সঠিক চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠছেন রোগীরা।

বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী বলেন, মানুষের সচেতনতার অভাবে করোনায় আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। সচেতন হলেই করোনায় আক্রান্তের সংখ্যা কমে যাবে। অনেকেরই করোনা ভাইরাসের উপসর্গ রয়েছে। তবে সঠিক নিয়ম মেনে চললে সেটা এমনিতেই ভালো হয়ে যাবে।

তিনি আরো বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অনেকেই করোনার নমূনা পরীক্ষা করেন। সেখানেও বেশ কয়েক জনের পজিটিভ রিপোর্ট আসে। তবে বাগমারায় এটাই প্রথম ৩৩ জনের নমূনা পরীক্ষায় কেউ পজিটিভ হননি।