বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বিমানবন্দরে পিসিআর ল্যাবে পরীক্ষামূলক করোনা টেস্ট শুরু

SONALISOMOY.COM
সেপ্টেম্বর ২৩, ২০২১
news-image

নিজস্ব প্রতিবেদক: অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হলো করোনাভাইরাস পরীক্ষা। অস্থায়ীভাবে স্থাপিত একটি পরীক্ষাগারে আজ বুধবার পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে করোনার আরটি-পিসিআর টেস্ট।

এ ছাড়া বিমানবন্দরে আরও ১২টি আরটি-পিসিআর ল্যাব স্থাপনের কাজ শুরু করেছে ছয়টি অনুমোদিত প্রতিষ্ঠান।
সম্পর্কিত খবর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে স্থাপিত পরীক্ষাগার থেকে করোনা টেস্ট করে ৫০ যাত্রীকে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে।

যাত্রা শুরুর ছয় ঘণ্টা আগে ওই সব যাত্রীদের বিমানবন্দরে বসেই করোনা টেস্ট করা হয়। ফলাফল নেগেটিভ আসার পর এমিরেটসের একটি ফ্লাইটে আরব আমিরাতের উদ্দেশে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রা শুরু করেন তারা।

এরপর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর আমিরাত কর্তৃপক্ষ আবার আরটি-পিসিআর পরীক্ষাগারের মাধ্যমে এই যাত্রীদের পুনরায় করোনা পরীক্ষা করবেও জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

গত ১৫ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর পরীক্ষাগার বসাতে সাত বেসরকারি প্রতিষ্ঠানকে নির্বাচন করে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর-এসওপি জমা দেয়।