রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

বাগমারায় কুড়িয়ে পাওয়া শিশুর জায়গা হলো বেবি হোমে।

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ২১, ২০১৯
news-image

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারার যোগীপাড়া ইউনিয়নের ভটখালী গ্রামের সৈয়দ আলীর ছেলে বাবুল খাঁ গত পরশু শিশুটিকে কুড়িয়ে পান।কুড়িয়ে পাওয়ার সময় শিশুটি নাড়িসহ পাওয়া যায়। অনেকে ধারনা করছেন নিষ্পাপ শিশুটি কোন নারী/পুরুষের অবৈধ সম্পর্কের ফসল কিংবা একের অধিক নারি শিশু সন্তান জন্মানোর ফলে শিশুটির ভাগ্যে এমন দুর্ভাগ্য ঘটনা ঘটতে পারে। বাবুল খাঁ কুড়িয়ে পাওয়ার পর অবুঝ শিশুটিকে বুকে তুলে নেন। সেই সাথে সদ্য ভুমিষ্ট শিশুটির শারিরিক সুস্থ্যতার জন্য পরম আদরে যত্ন করতে থাকেন। পাশাপাশি শিশুটির পরিচয় নিশ্চিত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির ছবিসহ ক্যাপশনে মোবাইল নম্বরসহ লিখে দেন “রাত ১১টায় রাস্তায় সুন্দর ফুটফুটে একটি মেয়ে বাচ্চা কুড়িয়ে পেয়েছি। দয়া করে গোপনে হলেও বাচ্চাটির মা আমার সাথে যোগাযোগ করবেন। বাচ্চাটিকে নির্মমভাবে কাপড় দিয়ে পলিথিন এ প্যাকেট করা ছিলো। দয়া বাচ্চাটির পাষান মা যোগাযোগ করবেন। বাচ্চাটিকে আমরা বাঁচিয়েছি। আমার নাম্বার 01713941341 / 0171678407 ’’।

বাবুল খাঁ’র এমন মহৎ কাজের জন্য এলাকার যুব সমাজ থেকে গণ্যমান্য ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন। কুড়িয়ে পাওয়া শিশুটির প্রাথমিক সেবা দেওয়ার পর তিনি সমাজ সেবার সাথে যোগাযোগ করে কুড়িয়ে পাওয়া শিশুটিকে তাদের হাতে বুঝিয়ে দেন। বর্তমানে শিশুটি রাজশাহী বেবি হোমে অবস্থান করছেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে কোন পরিবারকে দত্তক দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তপক্ষ। এদিকে শিশুটিকে কুড়িয়ে পাওয়া ব্যক্তি বাবুল খাঁ আশা ব্যাক্ত করেন; শিশুটি যেন এমন এক পরিবারের কাছে দত্তক দেয়া হয় যাতে করে সে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠে। শিশুটির অতীত যেন তাকে স্পর্শ করতে না পারে। তিনি আরও বলেন এই সামান্য সময়ের মধ্যে শিশুটির প্রতি অনেক মায়া আর ভালবাসা জন্মে গেছিলো।