মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

বাগমারায় বই উৎসব উদ্বোধন করেন এমপি এনামুল হক

SONALISOMOY.COM
ডিসেম্বর ২৮, ২০২২
news-image

সোনালী সময় প্রতিবেদক:
বাগমারায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
আজ জানুয়ারির প্রথম দিনে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বই উৎসবের উদ্বোধন করা হয়। এসম প্রধান অতিথি বলেন এ কার্যক্রম বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণের এই উদ্যোগকে শিক্ষা ক্ষেত্রে একটি ‘মাইলফলক’ হিসেবে অভিহিত করেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
আনুষ্ঠানিক ভাবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন এমপি এনামুল হক। তিনি আরোও বলেন শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করতে পেরে তিনি খুবই খুশি।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনীল কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম মাহাবুবুর রহমান, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল প্রমুখ।