শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

হায়রে আজব দুনিয়া মানুষ হয়ে মানুষ কে খায় এরা! (দেখুন ভিডিওসহ)

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ২৭, ২০১৬

fgnfgপপুয়া নিউ গিনির ‘ইরিয়ান জায়া’ বিশ্বের সবচেয়ে বুনো এবং বিচ্ছিন্ন অঞ্চলগুলোর একটি। এখানকার লোকসংখ্যা মাত্র ২০ লাখ। নরখাদকের দ্বীপ নামে এই অঞ্চলটির একটি ভয়ংকর পরিচিতি রয়েছে। ১২ মাসই একসময় জাতিগত সংঘর্ষ লেগে থাকতো এ দ্বীপটিতে।
এখানকার উপজাতিরা চুরি কিংবা হত্যার প্রতিশোধ নিতে প্রতিপক্ষদের খেয়ে ফেলতো। যারা মানুষের মাংস খেতো তারা বিশ্বাস করতো শত্রুকে খেয়ে ফেললে তার শক্তি নিজেদের ভেতরে সঞ্চারিত হয়।তবে এখন এ ধরনের দ্বন্দ্ব আইন দ্বারা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। ১৯৬০ সালে এই দুর্গম দ্বীপটির পশ্চিমাংশ দখল করে নেয় ইন্দোনেশিয়া।
এই দ্বীপের নাম দেওয়া হয় ইরিয়ান জায়া। যার অর্থ ‘বিজয়ী উষ্ণ ভূমি।’ দ্বীপটির পূর্বাংশ পপুয়া নিউগিনির অংশ। এটি এমনই একটি দ্বীপ যেখানে গেলে মনে হবে অতি প্রাচীন প্রস্তর যুগ যেন এখনও থেমে আছে এখানে।

 

 

»ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…..